Description
অনেকেই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর পরিশ্রম করে দিন শেষ করেন, তারপর বাড়িতে পরিবারের দায়িত্ব সামলে ক্লান্ত হয়ে পড়েন। অথচ রাতের বেলা হাতে থাকা ১–২ ঘণ্টাই হতে পারে জীবনের নতুন সম্ভাবনার সূচনা। ৪০ বছরের পর অনেক চাকরিজীবী দেখেন খরচ বেড়ে যাচ্ছে, সেভিংস কমছে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। সন্তানদের পড়াশোনা, বিয়ের খরচ বা নিজের অবসর জীবন নিয়ে ভয় তৈরি হয়, মনে হয়—চাকরির বাইরে আরেকটি আয়ের উৎস থাকলে জীবনটা অনেক নিরাপদ হতো। কিন্তু একই সাথে অনেকে ভয় পান, “এই বয়সে কি নতুন কিছু শেখা সম্ভব?” এই ইবুক সেই ভয় ও সন্দেহ দূর করার জন্য তৈরি, যেখানে দেখানো হয়েছে কীভাবে প্রতিদিনের ব্যস্ত জীবনের মধ্যেও রাতে মাত্র ১–২ ঘণ্টা ব্যবহার করে অতিরিক্ত আয় শুরু করা যায়। এটি শেখাবে ছোট মূলধনে কীভাবে ধীরে ধীরে একটি স্থায়ী সেকেন্ড ইনকাম তৈরি করবেন এবং কীভাবে অনলাইন শেখা ও কাজের মাধ্যমে অবসরের পরও আয়ের ধারাবাহিকতা বজায় রাখবেন। বইটিতে এমন সহজ ও ধাপে ধাপে অনুসরণযোগ্য পদ্ধতি দেওয়া আছে যা অনলাইন সম্পর্কে অল্প জ্ঞান থাকা মানুষও সহজে শিখে আয় করতে পারেন। বাংলাদেশের বাস্তবতায় তৈরি এই গাইডে তিনটি পরীক্ষিত ও নিরাপদ পথ দেখানো হয়েছে যা ৪০+ বয়সী চাকরিজীবীরা ঘরে বসেই শুরু করতে পারেন। এখানে বড় বিনিয়োগ বা ঝুঁকি নেই, বরং ধৈর্য ও প্রতিদিনের একটু সময়ই যথেষ্ট। এই ইবুকের মূল উদ্দেশ্য হলো আপনাকে সেই প্রথম সিদ্ধান্ত নিতে সাহায্য করা—“আমি চাকরির পাশাপাশি আয়ের নতুন পথ খুঁজে বের করবো।” এই ছোট সিদ্ধান্তই হতে পারে আপনার জীবনের বড় পরিবর্তনের শুরু।
