Have a question?
Message sent Close

কোচ সম্পর্কে

জাভেদ মান্নান

বাংলার উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো এক স্বপ্নবান ক্ষুদ্র ব্যবসায়ী ও বিজনেস কোচ।

জাভেদ মান্নানএমন একজন মানুষ, যিনি শুধু নিজে স্বপ্ন দেখেননি, বরং হাজারো মানুষকে শেখাচ্ছেন কীভাবে নিজের স্বপ্নকে সফল ব্যবসায় রূপ দিতে হয়। তিনি একাধারে একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা, প্রশিক্ষক, বিজনেস কোচ বিশ্ববিদ্দ্যালয় শিক্ষক। তবে তার পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকতিনি একজন প্র্যাকটিকাল বিজনেস কোচ, যিনি ব্যবসা শেখান  বাস্তব  অভিজ্ঞতা দিয়ে। 

জাভেদ মান্নান অস্ট্রেলিয়ায় কাটিয়েছেন ১৩ বছরেরও বেশি সময়, যেখানে তিনি কাজ করেছেন Bank of Western Australia, Commonwealth Bank of Australia, Citibank N.A., Westpac Banking Corporation, Vodafone Australia, এবং Hutchison 3G-এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোতে। তিনি ছিলেন Team Manager, 2IC, Customer Experience Specialist, এবং Sales Consultant-এর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে। এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা তাঁকে বাস্তব ব্যবসায়িক পরিবেশ, কাস্টমারের  চাহিদা, এবং মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে অনন্য জ্ঞান দক্ষতা দিয়েছে।

২০১৩ সালে তিনি বাংলাদেশে ফিরে এসে প্রতিষ্ঠা করেন Singair Poultry, Singair Protein এবং পরবর্তীতে Purple Business Academy — যেটি আজ দেশের অন্যতম অনুপ্রেরণাদায়ী ডিজিটাল বিজনেস এডুকেশন প্ল্যাটফর্ম।

Purple Business Academy-তে তিনি নিজে বিজনেস কোচ হিসেবে কাজ করছেন এবং ডিজিটাল উদ্যোক্তা তৈরির জন্য প্রশিক্ষণ, বুক, অনলাইন কোর্স, ওয়ার্কশপ ইত্যাদির মাধ্যমে হাজারো মানুষকে প্রশিক্ষণ দিচ্ছেন। তাঁর শেখানোর স্টাইল সহজ, বাস্তবভিত্তিক এবং আবেগতাড়িতযা বিশেষভাবে কাজে লাগছে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য। 

শিক্ষা ও প্রশিক্ষণ

জাভেদ মান্নান তিনটি অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয় থেকে তিনটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন:

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি Bangladesh University of Professionals (BUP)-তে পিএইচডি করছেন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় অসংখ্য ওয়ার্কশপ ও প্রশিক্ষণে তিনি অংশগ্রহণ করেছেন।

একাডেমিক ও গবেষণা অভিজ্ঞতা

যদিও তাঁর মূল পরিচয় একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে, তবুও জাভেদ মান্নান গত ১৩+ বছরে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন — যেমন: Bangladesh University of Business and Technology (BUBT), Primeasia University ও Green University of Bangladesh। এছাড়াও তিনি ছিলেন World Bank-এর Strategic Planning Research Specialist। তিনি বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের College Education Development Project (CEDP) এর অন্যতম Consultant ছিলেন।

প্রকাশনা ও লেখালেখি

তিনি এখন পর্যন্ত ১০ টি গবেষণা প্রকাশনা এবং ২টি বাংলা টেক্সটবুক, ২টি গবেষণাভিত্তিক বই, এবং একাধিক ই-বুক প্রকাশ করেছেন। এছাড়াও তিনি Purple Business Academy-র জন্য নিয়মিত ব্লগ লেখেন ব্যবসা, মার্কেটিং, টিম ম্যানেজমেন্ট, ব্র্যান্ডিং, ই-কমার্স ও উদ্যোক্তা বিষয়ক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে।

কেন জাভেদ মান্নান হবেন আপনার বিজনেস কোচ?

পার্পল বিজনেস একাডেমীর মাধ্যমে তিনি তৈরি করছেন নতুন উদ্যোক্তাদের এক আন্দোলন — যারা আর চাকরির পেছনে না ছুটে নিজের পায়ে দাঁড়াবে, নিজের ব্র্যান্ড গড়বে, এবং নিজের মতো করে আয়ের পথ তৈরি করবে। আপনি যদি সত্যিই আয় বাড়াতে চান, যদি চান ব্যবসার এক নতুন পথচলা — তাহলে জাভেদ মান্নান হতে পারেন আপনার জীবনের সবচেয়ে কার্যকরী বিজনেস কোচ।

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop